Nabadhara
ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে সাড়ে ১৭ মেট্রিক টন সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি

সিরাজগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে জব্দকৃত প্রায় সাড়ে ১৭ মেট্রিক টন সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। একইসাথে ৩শ’ খালি বস্তার নিলামও অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

উপজেলা নিলাম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে তিনটি পর্যায়ে নিলাম অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে ৩০ জন, দ্বিতীয় পর্যায়ে ২৪ জন এবং তৃতীয় পর্যায়ে ৫০ কেজির খালি বস্তার নিলামে ১৩ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে দুই ধাপে প্রশাসন সাড়ে ১৭ টন সরকারি চাল জব্দ করে। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়। প্রথম নিলামে ১১.৪৭ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ২০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা হন এনামুল হক। দ্বিতীয় নিলামে ৫.৫৫ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ১০ পয়সা দরে সর্বোচ্চ দরদাতা হন নজরুল ইসলাম। তৃতীয় নিলামে ৩শ’ খালি বস্তা প্রতি ১৪ টাকা ১৫ পয়সা দরে হাসান আলী নিলাম জিতেন।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, তিনটি পৃথক নিলামের মাধ্যমে ভ্যাট ও ট্যাক্সসহ মোট ৫ লাখ ১৬ হাজার ৬৭০ টাকা রাজস্ব অর্জিত হবে। নিলাম বিজয়ীরা আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের মালামাল গ্রহণ করবেন।

উন্মুক্ত নিলামে উপস্থিত ছিলেন নিলাম কমিটির সদস্য সচিব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, খাদ্য পরিদর্শক ওলিউর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।