জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মলমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলো উপজেলার মলমগঞ্জ এলাকার মো: শুভ (২০), মো: পিয়াস (১৯) এবং অজ্ঞাত আরও দুইজন। আহত পিয়াসকে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, আর শুভকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীরা কুলকান্দি গ্রামের বাড়ি থেকে মলমগঞ্জ বাজারে আসার সময় ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
ইসলামপুর উপজেলা-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেছেন, “আমার কোন লোক এ ঘটনায় যুক্ত নয়। যদি কেউ করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান জানান, “বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

