মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি ( নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে ১৭/১১/২৫ ইং তারিখ রোজ সোমবার বেলা ১১'৩০ মিনিটে খালিয়াজুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, খালিয়াজুরীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু রায়হান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খালিয়াজুরীর, নেত্রকোনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরীর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।
এ সময় উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, খালিয়াজুরীতে ৬ টি ইউনিয়নে ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ১০৩৫৯ জন। এর মধ্যে ঐ দিন ৭৮৫৬ জন শিক্ষার্থী, জনপ্রতি ২০০ মিলি গ্রামের বিতরণকৃত তরল জাতীয় দুধ গ্রহণ করে এবং সাথে সাথে পান করে তৃপ্তি অনুভব করে। উক্ত কর্মসূচি সপ্তাহে একদিন ( সোমবার) চালু থাকিবে বলে সভাপতি মোঃ আবু রায়হান সকলকে অবগত করেন।
প্রধান অতিথি আজিমেল কদর বলেন, এটি সরকারের একটি ভালো কর্মসূচি , এটা চালু রাখলে, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে এবং ঝড়ে পড়া শিক্ষার্থী সংখ্যা হ্রাস পারে।
বিশেষ অতিথি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন। এ রকম কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সরকারকে ধন্যবাদ এবং উক্ত কর্মসূচি প্রতিদিন চালু রাখা জন্য সরকারের প্রতি আহবান জানান।
এ সময় উক্ত কর্মসূচিকে প্রতিদিন বাস্তবায়ন করার জন্য প্রধান শিক্ষক, মোঃ হুমায়ুন কবির চৌধুরী, নুর কামাল, মোঃ বদরুদ্দোজামান, মোঃ গোলাম মৌলা, মোঃ সাজেদুল হক, হিমাংশু সরকার, আতিকুর রহমান, তপন সরকার, দেবল সরকার, মোঃ মইন উদ্দিন, ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান্তুষ সামন্ত, নান্টু লাল সরকার, আনিসুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আজহার মাহমুদ, মোঃ মনির রায়হান রাসেল, আতাউল কবির চৌধুরী, সকলে যৌথ ভাবে মোবাইলের মাধ্যমে প্রধান অতিথির কাছে দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.