গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নে পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিত পাঁচ মনোনয়নপ্রত্যাশীর উদ্যোগে যৌথ জনসংযোগ, মোটরশোভাযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের সড়ক ভবনের সামনে থেকে সহস্রাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস ও ট্রাকের বিশাল বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়।
বহরটি প্রেসক্লাব মোড় থেকে ঘোনাপাড়া, পুলিশ লাইনস মোড়সহ সদর এবং কাশিয়ানী উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি এফ-ই সরফুজ্জামান জাহাঙ্গীর, এম এইচ খান মঞ্জু, এম সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সরদার নুরুজ্জামান এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ। কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।
পথসভায় বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত নেতারা। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম এইচ খান মঞ্জু বলেন, “গোপালগঞ্জের সাথে এই ৫ জনের নাড়ির সম্পর্ক। ভুল সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের নেতা দেশে থাকলে এমন হতো না। আমরা যাদের বঞ্চিত করা হয়েছে সবাই জেল-জুলুমের শিকার। এই বার্তাটি নেতার কাছে পৌঁছালে তিনি নিশ্চয়ই পুনর্বিবেচনা করবেন। দল যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষেই কাজ করব।”
অন্য এক পথসভায় সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম বলেন, “গোপালগঞ্জে যারা অতীতে রাজপথে ছিলেন, জনগণের পাশে ছিলেন—এমন কাউকে মনোনয়ন দেওয়া উচিত। কিন্তু যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি গত ১৭ বছরে মাঠে ছিলেন না, তাকে গোপালগঞ্জের কেউ বিএনপি নেতা হিসেবে চেনে না। আমরা ৫ জন ঐক্যবদ্ধ হয়েছি—এই ৫ জনের মধ্য থেকে কাউকে মনোনয়ন দিলে আমরা পুরো শক্তি দিয়ে বিজয় ছিনিয়ে আনব।”
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ বলেন, “আমাদের দাবি খুবই পরিষ্কার—দল পুনর্বিবেচনা করে এই ৫ জনের মধ্য থেকে যাকে মনোনয়ন দেবে আমরা তাকে সমর্থন করব।”
প্রসঙ্গত, গোপালগঞ্জ-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে. এম. বাবর আলীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.