ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর বীজ বিপণন অঞ্চলের পাটচাষি, বীজ ডিলার ও কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে ‘পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহল আমিন খান। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) ও যুগ্মসচিব মো. মজিবর রহমান। কর্মশালায় কী-নোট উপস্থাপন করেন বিএডিসির মহাব্যবস্থাপক (পাটবীজ) দেবদাস সাহা।
কর্মশালায় আসন্ন বীজ বিপণন মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত স্বল্প জীবনকালীন উচ্চ ফলনশীল সিভিএল-১ (দেশি) ও বিজেআরআই তোষা পার্ট-৯ (সবুজ সোনা), বিনা উদ্ভাবিত বিনা তোষা পাট-১ এবং জনপ্রিয় জাত জেআরও-৫২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, জীবনকাল কম ও ফলন বেশি হওয়ায় জেআরও-৫২৪ বর্তমানে দেশের পাটচাষিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই জাত চাষ করলে একই জমিতে পাট কাটার পর আমন ধান আবাদ করা সম্ভব।
এ সময় জানানো হয়, চলতি মৌসুমে বিএডিসি দুই হাজার মেট্রিক টন পাটের বীজ উৎপাদন ও বিতরণের উদ্যোগ নিয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় ১০০ মেট্রিক টন এবং পাট অধিদপ্তরের মাধ্যমে ৭০০ মেট্রিক টন পাটবীজ বিনামূল্যে বিতরণ করা হবে। অবশিষ্ট ১,২০০ মেট্রিক টন বীজ প্রতি কেজি ১০০ টাকা ভর্তুকিমূল্যে ডিলারদের মাধ্যমে পাটচাষিদের নিকট বিক্রি করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.