দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বাল্যবিবাহের আয়োজনের দায়ে এনামুল হক (২৮) নামের এক বরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। এসময় নওপাড়া গ্রামের মৃত দায়েম মণ্ডলের ছেলে এনামুল হক বরযাত্রীসহ কনের বাড়িতে উপস্থিত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় বরকে ৪০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে বন্ধ করেছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে এমন কোনো বিয়ে হতে দেওয়া হবে না। দুর্গাপুরে বাল্যবিবাহ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

