মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদে মাল্টি-স্টেকহোল্ডারস প্ল্যাটফর্ম (এমএসপি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন দুরমুঠ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিলাস সরকার। জামালপুর উন্নয়ন সংঘের ‘কল’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা উন্নয়ন সংঘের কল প্রকল্পের ম্যানেজার সুলতানা আক্তার।
এসময় আরও বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও মো. ফরহাদ হোসেন, এফও সখিনা পারভীন, বিশিষ্ট সাংবাদিক মো. রুহুল আমিন রাজু, শিক্ষক আশরাফ আলী, ইমাম হাফেজ মোহাম্মদ শাহীন, এআই টেকনেশিয়ান মো. সুমন প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, খাদ্যের পুষ্টিগুণ ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.