Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বিধবা সূর্য বেগম পেলেন ‘চাদনী’ নামে নতুন ঘর

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

যেখানে আগে কেরোসিনের চেরাগ জ্বলে অন্ধকারে রাত কাটত, আজ সেখানে বিদ্যুতের আলো ঝলমল করছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের বিধবা সূর্য বেগম আজ পেলেন ‘চাদনী’ নামে নতুন ঘর, যা ইউএনও রাসেল ইকবালের সুদৃষ্টিতে নির্মিত হয়েছে।

নতুন ঘরের চাবি হাতে পেয়ে সূর্য বেগম আবেগে কেঁদে বলেন, “নতুন ঘর কেবল ছাদ নয়, বরং আশা, সুরক্ষা ও জীবনের নতুন আলো এনেছে। এত বছরের কষ্ট, ভয় এবং অন্ধকারকে বিদায় জানিয়ে আজ আমি শান্তিতে ঘুমাতে পারব।”

সূর্য বেগম দীর্ঘদিন একমাত্র টিনের ঘরে বসবাস করছিলেন। ছাদের টিন ভেঙে পড়ার ভয়ে বহু রাত নির্ঘুম কাটতে হতো। বৃষ্টি হলে ঘরে পানি ঢুকে, ভাঙার ভয় থেকে বাঁশের খুঁটি দিয়ে ঘর ঠেকানো হতো। ৪০ বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়ে আছমা বেগমকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে মেয়ের স্বামীর মৃত্যু ও মানসিক ভারসাম্যহীনতার কারণে জীবন আরও কঠিন হয়ে পড়ে।

নতুন ঘরের চাবি হস্তান্তরকালে ইউএনও রাসেল ইকবাল বলেন, “সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি, এই ঘর সূর্য বেগমের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত বলেন, “ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের টিআর প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ দিয়ে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। এতে সংযুক্ত বাথরুম, বিদ্যুতের লাইন সংযোগ, লাইট, ফ্যান, খাবারের প্যাকেট ও কম্বলসহ অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে। আমরা আরও বহু হতদরিদ্রকে এই সহায়তা পৌঁছে দিতে চাই।”

এ সময় স্থানীয় মহিলা ইউপি সদস্য কোহিনুর বেগম, সাংবাদিক মো. শাহারিয়ার হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।