ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর দ্বিতীয় দিনে ঈশ্বরগঞ্জে গবাদিপশু ও হাঁস-মুরগীর জন্য বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌরসভার চর হোসেনপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই জনকল্যাণমূলক ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে অভিজ্ঞ ভেটেরিনারি দল গবাদিপশু এবং হাঁস-মুরগীকে বিভিন্ন সংক্রামক ও মারাত্মক রোগ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় টিকা প্রদান করেন। এছাড়া খামারিদের হাতে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়, যা পশুর অপুষ্টি ও রোগ প্রতিরোধে সহায়ক।
চর হোসেনপুরসহ পার্শ্ববর্তী এলাকার অসংখ্য খামারি তাদের পশুপালিত প্রাণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ক্যাম্পে অংশ নেন। তারা এই সেবা পাওয়ায় সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম বলেন, “গ্রামীণ পর্যায়ে এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সুস্থ পশুপালনই দেশের প্রাণিসম্পদ খাতের উন্নতির মূল চাবিকাঠি।”
এ সময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতুল মাওয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য ভেটেরিনারি ও লাইভস্টক ফিল্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.