মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে সাংবাদিক ফরহাদ হোসেন জনির ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) বেলা ১১টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তথ্য সুত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সকালে উপজেলার সিংপাড়া বাজার এলাকায় আটপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও অবৈধ ড্রেজার বাণিজ্য চক্রের সহযোগী নেয়ামত উল ইসলাম ওরফে রবিনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী সাংবাদিক ফরহাদ হোসেন জনির ওপর পূর্ব পরিকল্পীত ভাবে হামলা চালায়।
ওই দিনই ভুক্তভোগী সাংবাদিক শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি শ্রীনগর থানায় অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য রবিন মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করার পাশাপাশি সাংবাদিক জনিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
হামলাকারীরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অন্যায়ভাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন স্থানীয় সাংবাদিকরা। অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ-সভাপতি শাজাহান খান, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসলাম, সাংবাদিক কল্যাণ ইউনিয়নের (বসকো) মহাসচিব ফয়সাল হাওলাদার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কেন্দ্রীয় কমিটির পরিচালক আনিসুর রহমান নিলয়, মুন্সীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কাইউম, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোস্তাকিম আহমেদ আলিফ, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেহেদী সুমন, বাংলাদেশ সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকুসহ সাংবাদিক আনোয়ার হোসেন, তরিকুল ইসলাম, জাকির লস্কর, মান্নান সিদ্দিকী, আপু হোসেন লোকমান প্রমুখ।

