খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনকে বিদায় জানাতে শিরোমনি পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হলো এক সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল উৎসবমুখর।
বিদায়ী পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় বক্তব্যে বারবার ফিরে আসে তাঁর কর্মদক্ষতা, মানবিকতা ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা।
বক্তারা বলেন, দায়িত্ব পালনের প্রতিটি মুহূর্তে তিনি যে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা খুলনা জেলা পুলিশের সদস্যদের মাঝে দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।
বক্তব্যে পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন খুলনা জেলার সব কর্মকর্তা ও ফোর্সদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। মাঠপর্যায়ে দায়িত্ব পালন থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম—সব ক্ষেত্রেই সহযোগিতা, নিষ্ঠা ও শৃঙ্খলার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনে সততা, সেবা ও দায়বদ্ধতার মান ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),
আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত দায়িত্বে ট্রাফিক,
আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), মোঃ খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),
সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল),
এবং মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল)।
এ ছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ সব স্তরের কর্মকর্তা ও ফোর্সরা অনুষ্ঠানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.