রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ময়ূরী সড়কের পাশের দোকানপাট ও বিভিন্ন পরিবহনের কাউন্টার ভেঙে অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
কেডিএ জানায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। বারবার নোটিশ দেওয়া, মাইকিং ও মৌখিক নির্দেশনা সত্ত্বেও স্থাপনা মালিকরা জায়গা না ছাড়ায় বাধ্য হয়ে উচ্ছেদে নামতে হয়। কেডিএর পরিদর্শক (স্টেট) মিরাজ হোসেন বলেন, ‘বহুবার সতর্ক করার পরও তারা কর্ণপাত করেনি। সড়ক সম্প্রসারণের স্বার্থে বাধ্য হয়েই স্থাপনাগুলো ভাঙা হয়েছে।’
তিনি আরও জানান, ময়ূরী সড়ককে ৬০ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে এবং এ–সংক্রান্ত বাজেটও অনুমোদন পেয়েছে। কিন্তু অবৈধ স্থাপনার কারণে উন্নয়নকাজ স্থবির হয়ে ছিল।
উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, তাঁদের অনেকেই ব্যক্তিমালিকানাধীন জায়গা ভাড়া বা ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ করে বুলডোজার চলায় কম্পিউটার, এসি, চেয়ার, টেবিলসহ বহু আসবাব নষ্ট হয়ে গেছে।
এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের বলা হয়েছিল দোকানগুলো থাকবে, শুধু কাউন্টার সরাতে হবে। সে অনুযায়ী তিন মাস সময়ও চাওয়া হয়েছিল। কিন্তু এক সপ্তাহের মাথায় এসে সব গুঁড়িয়ে দিল। কোনো কিছু বের করার সুযোগও দেওয়া হয়নি।’
ব্যবসায়ীদের দাবি, নীতিমালা প্রণয়ন ও পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করতে কেডিএর সঙ্গে যোগাযোগ করা হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। এতে তাঁরা আরও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অভিযানকালে কেডিএ–কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা–কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

