স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল, কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম, থানার উপপরিদর্শক লিটন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান খান পিকলু, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোঃ শোয়েব হোসেন গাজী, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগণ।

