দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজন। তবে মুক্তির মাত্র কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ অচল (ক্রাশ) হয়ে পড়ে নেটফ্লিক্স। এমন বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো দর্শক।
বুধবার (২৭ নভেম্বর) সিরিজটির পঞ্চম সিজনের প্রথম চারটি পর্ব মুক্তি পাওয়ার পরপরই এই বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে যারা টিভি সেটে পর্বগুলো দেখার চেষ্টা করছিলেন, তারা স্ট্রিমিং করতে গিয়ে বাধার মুখে পড়েন; এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভক্ত।
আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ হাজার গ্রাহক নেটফ্লিক্স বিভ্রাটের অভিযোগ করেছেন। অন্যদিকে ভারতেও অসংখ্য গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। সেখানে পিক টাইমে প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেইল বার্তায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিছু গ্রাহক টিভি ডিভাইসে স্ট্রিমিং করার সময় সাময়িক সমস্যায় পড়েছিলেন। তবে পাঁচ মিনিটের মধ্যেই সব অ্যাকাউন্টের জন্য পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়েছে।’
নেটফ্লিক্স ক্রাশ করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৪ সালে মাইক টাইসন ও জেইক পলের বক্সিং ম্যাচ এবং রিয়েলিটি শো ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর লাইভ রিইউনিয়নের সময়ও প্ল্যাটফর্মটি অচল হয়ে পড়েছিল। ২০২২ সালে স্ট্রেঞ্জার থিংসের চতুর্থ সিজনের শেষ দুটি পর্ব মুক্তির সময়ও একই ঘটনা ঘটেছিল।
প্রসঙ্গত, তিন বছরের বিরতির পর পঞ্চম সিজন নিয়ে ফিরল ‘স্ট্রেঞ্জার থিংস’। ১৯-এর দশকের প্রেক্ষাপটে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হোকিন্স শহরের কাল্পনিক কাহিনি নিয়ে নির্মিত এই সিরিজটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। এবারের সিজনে মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ডসহ মূল কাস্টের পাশাপাশি গল্পের প্রয়োজনে সময়ের কিছুটা উল্লম্ফন (টাইম জাম্প) রাখা হয়েছে।
সূত্র : দ্যা গার্ডিয়ান
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.