রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে আট দলীয় জোট।
আগামী সোমবার (১ ডিসেম্বর ) খুলনার শিববাড়ি মোড়ে (বাবরি চত্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে সফল করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে জোটের নেতাকর্মীরা।
কয়েক দিন ধরে দফায় দফায় চলছে বৈঠক, সমন্বয় ও মাঠপর্যায়ের কর্মসূচি। দলীয় সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে বক্তব্য রাখবেন আট দলের শীর্ষ নেতারা।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের আমির মামুনুল হক, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন। স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন নেতারাও সমাবেশে যোগ দেবেন।
ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন বলেন, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি জানান, সমাবেশ সফল করতে ধারাবাহিক প্রস্তুতি চলছে। শহরে প্রচারপত্র বিতরণ, ওয়ার্ডভিত্তিক প্রচার, বৈঠকসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ৩০ নভেম্বর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর সকাল পর্যন্ত নগরজুড়ে মাইকিং করে সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সব প্রস্তুতি সম্পন্ন করে ১ ডিসেম্বর দুপুর ২টায় শিববাড়ি মোড়েই অনুষ্ঠিত হবে আট দলের বিভাগীয় সমাবেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.