সুনামগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জে আয়োজিত হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদের উদ্যোগে কাজির পয়েন্টস্থ সাবেক হুইপ মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামিম, অ্যাডভোকেট মকসুদুল হক জোহা, অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ, জিয়া উদ্দিন, মো. আমিরুল ইসলাম, কাইউম, উজ্জ্বল, ফিরোজ মিয়া, রাসেল মাহমুদ, শুভ মিয়া, নুরুল গণি প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার অসংখ্য মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট আনিসুজ্জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, তাই জনগণ তাকে আপোষহীন নেত্রী হিসেবে সম্মান দিয়েছে। আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা সবাই তার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আগামী নির্বাচনে জয়লাভ করে আবারো দেশ পরিচালনার সুযোগ দেন।”
দোয়া শেষে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.