বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর ফতেপুর গ্রামের মো. আলী আহমেদ (৬৫) এবং চর হোগলপাতিয়া গ্রামের মো. জাহাঙ্গীর হোসেন (৫০) — এই দুই ব্যক্তিকে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নিজ নিজ বাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল আটক করে।
পরে তাদেরকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৩ দিন করে কারাদণ্ড ও ১ শত টাকা করে জরিমানা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.