সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা–বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে ‘বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জের ছয়টি ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন কচি তালুকদার। এসময় বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক দলের আহবায়ক মো. মোহসীন আলম, জেলা যুবদলের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আলহাজ্ব মো. কামাল সরদার, সেলিম সরদার, মো. মিলন খান, মো. মাহবুব তালুকদার, মো. পারভেজ মৃধা, মনিরুজ্জামান মিল্টন, মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আরিফুর রহমান রতন, সহ-সভাপতি মো. মাহবুব আলম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আরিফুর রহমান রবিন, মো. জহিরুল ইসলাম জহির, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত বেগম সেলিমা রহমান বরিশাল-৩ আসনের মানুষের পাশে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন। তার অভিজ্ঞতা, ত্যাগ ও জনপ্রিয়তাকে মূল্যায়ন করে তাকে বিএনপির মনোনীত প্রার্থী করা সময়ের দাবি।
আয়োজকরা জানান, বাবুগঞ্জ–মুলাদীর জনগণ ঐক্যবদ্ধভাবে বেগম সেলিমা রহমানকে প্রার্থী হিসেবে দেখতে চান। তাকে মনোনয়ন দিলে তৃণমূল আরও সংগঠিত হবে এবং আসন্ন নির্বাচনে বিএনপি আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে তারা মনে করেন। বক্তারা সতর্ক করে বলেন, ত্যাগী এই নেত্রীকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূলে বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিতে পারে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মানববন্ধন শেষে মহাসড়কে একটি র্যালি প্রদক্ষিণ করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
উল্লেখ্য, বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করলেও বরিশাল-৩ আসনটি এখনও খালি রেখেছে বিএনপি। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তা। এ আসনে আলোচনায় রয়েছেন চার মনোনয়নপ্রত্যাশী-বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে একই মঞ্চে সভা-সমাবেশ ও গণসংযোগে অংশ নিয়ে ৩১ দফার প্রচারণা জোরদার করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.