আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়ায় পারিবারিক জমি বন্টনে প্রতারণার অভিযোগে বঞ্চিত পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বুধহাটা করিম সুপার মার্কেট রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মরহুম শেখ আঃ মান্নানের ছোট পুত্র শেখ হেদায়েতুল ইসলাম, ভাগ্নে জামাই শহিদুল ইসলাম, ভাগ্নি ফতেমা খাতুন, ভাগ্নে জামাই শেখ আঃ আহাদ, নাতি শেখ নয়ন, পুত্র শেখ মোফাকখারুল, ভাগ্নে শেখ আঃ হামিদ ও ভাগ্নে জামাই নূরুল আমিন। তারা জানান, ১৯৯৮ সালে মরহুম শেখ আঃ মান্নান ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৬ কন্যা রেখে যান। মোট ১৩.৩০ একর জমি তার নামে ছিল।
বক্তারা দাবি করেন, মরহুমের বড় পুত্র শেখ মুহসিন ও আরেক পুত্র শেখ মোনায়েম গত ২৮ বছর ধরে তাদের সম্পত্তি বুঝিয়ে দেননি। বারবার দরবার করলেও তারা এ বিষয়ে সময়ক্ষেপণ করেছেন। কিছু শালিসেও বঞ্চিত পক্ষের অগোচরে সম্পত্তি বণ্টন হয়েছে।
শালিস ও জমি বণ্টনে জড়িতদের মধ্যে উদীচী নেতা শেখ সিদ্দিকুর রহমান, আকবার আলী ও সাবেক ইউপি সদস্য মহাদেব ঘোষ থাকায় তারা অভিযোগ করেছেন। গত ৬ ও ২১ নভেম্বর শালিস বৈঠক ও আপোষনামা জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বঞ্চিত পরিবার মানববন্ধনে দাবি করেছেন, তারা জালিয়াতি শালিসনামা ও ভুয়া আপোষনামা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছেন। পাশাপাশি গত ২৮ বছর ধরে বঞ্চিত থাকার ক্ষতিপূরণ ও ন্যায্যভাবে জমির অংশ পেতে চান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.