এস এম শামীম, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু।
আজ শুক্রবার (২৮নভেম্বর) উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ বাদ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়ার ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আবুল হোসেন লাল্টু বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী।
আমাদের নেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ, আপনারা সকলেই আমাদের প্রিয় নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
সে যেন সুস্থ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করে আবারো প্রধানমন্ত্রী হয়ে এ দেশ পরিচালনা করতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপনসহ ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.