Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন: সোয়ায়েব সভাপতি, আসাদ সম্পাদক নির্বাচিত

শফিকুল ইসলাম,চিতলমারী 
নভেম্বর ২৮, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম,চিতলমারী 

দীর্ঘ ১৭ বছর পর চিতলমারী সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বাজারের ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ সোয়ায়েব হোসেন গাজী (চেয়ার প্রতীক) ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শহর আলী গাজী (আনারস) পেয়েছেন ২০০ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আসাদুজ্জামান (ফুটবল) ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নুল পারভেজ সুমন (মাছ) পেয়েছেন ২৯০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাশেল শেখ (দেওয়াল ঘড়ি) ৫০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাদ্দাম শেখ (কবুতর) পেয়েছেন ১৭৬ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ রাজু তালুকদার (মই) ৪৭০ ভোটে জয়লাভ করেছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন শেখ (আম) পেয়েছেন ২১৬ ভোট। দপ্তর সম্পাদক পদে সৈয়দ সিব্বির হাসান (গোলাপ ফুল) ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম সাহা (কলম) পেয়েছেন ২৩৬ ভোট।

এই নির্বাচনে ৫টি পদের বিপরীতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।