কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র কর্মী সম্মেলন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কটিয়াদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবন মাঠে এ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের বিপুল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা জাসাসের আহবায়ক আব্দুর রউফ খোকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্যে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। তারা সুসংগঠিত হলে আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জাসাসের আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব জহিরুল ইসলাম হিমেল, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদ ফারুক খোকন, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আ. হান্নান, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবু বাক্কার ছিদ্দিক মিলন, যুগ্ম আহবায়ক মো. সুলতান মাহমুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা জাসাসের আহবায়ক মো. আরিফুল ইসলাম রতন, পাকুন্দিয়া উপজেলা জাসাসের আহবায়ক আকরাম হোসেন কাজল, পাকুন্দিয়া পৌর জাসাসের আহবায়ক মো. শামীম আহমেদ, হোসেনপুর উপজেলা জাসাসের সভাপতি আল মাসুদ সোহাগ এবং পাকুন্দিয়া উপজেলা জাসাসের সদস্য সচিব মো. আনিসুজ্জামান বাচ্চু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব হাবিবুর রহমান জীবন।
প্রধান অতিথি অ্যাডভোকেট জালাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “ছাত্রদল-যুবদলের মতো জাসাসও বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। সবাইকে সম্মিলিতভাবে মাঠে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই বিএনপিকে বিজয়ী করা সম্ভব।”
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে দলকে শক্তিশালী করতে মাঠে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.