সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নবাগত পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, অনলাইন জুয়া, চাঁদাবাজি দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জ হাওরঘেঁষা সীমান্ত এলাকা হওয়ায় মাদক ও চোরাচালানের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” বিজিবি, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে মাদকচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনাপ্রবণ এলাকা মনিটরিং, যানজট নিরসন ও রাত্রিকালীন টহল জোরদার করা হবে। পাশাপাশি নারী–শিশু নির্যাতন, সাইবার অপরাধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স মাঠে থাকবে।
সভার সাংবাদিকরা জেলার মাদক পরিস্থিতি, সড়ক নিরাপত্তাহীনতা, ট্রাফিক সমস্যা, চোরাচালান, অনলাইন জুয়া ও অপরাধ দমনে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন এবং জেলা পুলিশকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,দৈনিক সুনামগঞ্জের ডাক-এর সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পংকজ দে, দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খুলিলুর রহমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, বাংলাদেশ প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, একাত্তর টিভির প্রতিনিধি শহিদনুর, মাই টিভির প্রতিনিধি আবু হানিফসহ আরও অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন এবং সদর মডেল থানার ওসি আবুল কালাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.