নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে নান্দাইল থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। রোববার জারি হওয়া আদেশ সোমবার নিশ্চিত করেন নান্দাইল উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মালেক বিশ্বাস।
সম্প্রতি প্রকৌশলী শফিকুল ইসলামের অফিস কক্ষে বসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার পায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এলজিইডি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রকৌশলীকে বদলি করার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে।
উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মালেক বিশ্বাস জানান, ঘটনার তদন্তে একটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে এবং তারা দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, তাই এ ধরনের ঘটনাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

