স্টাফ রিপোর্টার, চিতলমারী
ব্যাপক উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে চিতলমারী মেইনরোড বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নিয়ামত আলী খানকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলম মুন্সিকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—সহসভাপতি: মোঃ সোহরাব হোসেন,সহ-সাধারণ সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম (কাকা মিয়া),সাংগঠনিক সম্পাদক: শ্যামল দাস,কোষাধ্যক্ষ: মোঃ মেরাজুল খান,দপ্তর সম্পাদক: মোঃ জাহিদুর রহমান,নির্বাহী সদস্য: মোঃ জাহাঙ্গীর শেখ, মোঃ রিয়াদ মুন্সি ও মোঃ মিলু খলিফা।
নির্বাচন উপলক্ষে মেইনরোড এলাকার সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

