Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শার্শা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক সভাপতি ও কমিটির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সহসভাপতি জামাল উদ্দীন, সহসভাপতি ওসমান গণী, আহম্মেদ আলী শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবিরসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাগআঁচড়া বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করি, যাতে তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসতে পারেন।’

মাহফিল শেষে বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল আলম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় অংশগ্রহণকারীরা আবেগাপ্লুত হয়ে দেশের নেত্রীর সুস্থতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।