হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তন করে নতুন মুখ হিসেবে 'আমার দেশ' পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনীত করেছে।
জামায়াতের হবিগঞ্জ জেলা আমির মুখলেছুর রহমান তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন—“দলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অলিউল্লাহ নোমান ভাইকে আমরা মনোনীত করেছি। আমি তাঁর পক্ষে কাজ করব। সকল নেতাকর্মী ও ভোটারদের কাছে অনুরোধ, তাঁকে ভোট দিয়ে বিজয়ী করুন।”
এদিকে নতুন প্রার্থীকে স্বাগত জানিয়ে ৩ নং বহরা ইউনিয়নের জামাত সভাপতি নাহিদ হোসাইন বলেন—“দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। অলিউল্লাহ নোমান ভাই একজন সৎ, শিক্ষিত ও নীতিনিষ্ঠ মানুষ। এ আসনে তার জয় নিশ্চিত করতে আমরা মাঠে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”
স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও নতুন প্রার্থীকে কেন্দ্র করে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.