Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতি সংবাদে আ.লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন, সমালোচনার ঝড়

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হওয়ার পর উপজেলা চত্বরে এক কথিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব এবং মাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লায়ন। মানববন্ধনে অংশ নেন সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, দলিল লেখক এবং নকলনবিশরা।

এর আগে গত ২৪ নভেম্বর জাতীয় দৈনিক অগ্রযাত্রা পত্রিকায় দুর্গাপুর সাব-রেজিস্টার অফিসের অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতা নিয়ে অনুসন্ধানমূলক ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সচেতন মহলে ব্যাপক সমালোচনা এবং আলোচনা সৃষ্টি হয়। সংবাদে অভিযুক্তরা নিজেদের রক্ষা করতে মানববন্ধনের আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে।

সাব-রেজিস্টার অফিসের অনিয়মের শিকার এক ভুক্তভোগী বলেন, “দীর্ঘদিন ধরে সাব-রেজিস্টার অফিসে দালাল চক্র ঘুষ বাণিজ্যে লিপ্ত। সত্য সংবাদ প্রকাশের পর তারা মানববন্ধনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

দুর্গাপুর পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি নূর হোসেন বলেন, “সাখাওয়াত হোসেন লায়ন বিএনপি-জামাত নেতাকর্মীদের উপর আগ্নেয়াস্ত্রসহ নৃশংস হামলা চালিয়েছিলেন। তার নেতৃত্বে এই মানববন্ধন মেনে নেওয়া যায় না। অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছি।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন লায়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দুর্গাপুর উপজেলা সাব-রেজিস্টার নাজমুল হোসেন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।