Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রাথমিক শিক্ষকদের বার্ষিক পরীক্ষায় দায়িত্ব না নেওয়ার ঘোষণা

স্টাফ রিপোর্টার, চিতলমারী
ডিসেম্বর ১, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

সারাদেশের ন্যায় চিতলমারীতেও ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এতে চিতলমারীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে শিক্ষকরা পরীক্ষায় দায়িত্ব পালন না করার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ১ ডিসেম্বর সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন সহকারী শিক্ষকরা। ফলে কমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্মারকলিপি প্রদানকালে শিক্ষক কাজী কামরুল ইসলাম ও সহশিক্ষক আরিফুল ইসলাম প্লাবন জানিয়েছেন, “চলমান পূর্ণ কর্মবিরতির প্রেক্ষিতে সরকার যদি দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না নেন, তাহলে ৩য় প্রান্তিক মূল্যায়ন বর্জন কর্মসূচির অংশ হিসেবে আমরা ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ আগামী ২ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।”

ক্লাস বর্জনের বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ বলেন, “আমি সহকারী শিক্ষকদের পরীক্ষা বর্জনের স্মারকলিপি পেয়েছি। তাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। যদি তারা পরীক্ষা না নেন, তবে প্রধান শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, “যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। প্রয়োজনে প্রধান শিক্ষকদের মাধ্যমে পরীক্ষার দায়িত্ব সম্পন্ন করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।