রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও প্রশাসনিক পরিবেশ নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, আট দলের বিজয় নয়, তারা চান ১৮ কোটি মানুষের বিজয়। দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় না থেকেও অনেকেই ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর শিববাড়ী মোড়ের বাবরি চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মত প্রকাশ করেন। বক্তব্যে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনকে ঘিরে কিছু মহল ষড়যন্ত্রের জাল বুনছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, সময় অনেকটাই ফুরিয়ে এসেছে, দেশের জনগণ আর আগের মতো পরিস্থিতি মেনে নেবে না। বাংলাদেশে গোপন বা পরোক্ষ কোনো রাজনৈতিক খেলা হতে দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান জানান তিনি।
৫ আগস্টের পরিবর্তনের পর থেকেই একটি গোষ্ঠী জনগণের ওপর প্রভাব বিস্তারের জন্য নানা অপকর্মে লিপ্ত হয়েছে— এমন অভিযোগও তোলেন তিনি। তাঁর ভাষায়, চাঁদাবাজি, দুর্নীতি ও অরাজকতার চর্চা অব্যাহত রয়েছে, এবং মানুষ এখন আগের চেয়েও বেশি কষ্টে আছে। তবে ইসলামী কোনো দলের সঙ্গে এসব অপকর্মের সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কারও ছলচাতুরি বা অনিয়মের মাধ্যমে এবার আর তরুণদের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। তিনি তরুণদের দেশ পরিচালনার ভবিষ্যৎ বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন— দেশের দায়িত্ব তাদের হাতেই তুলে দেওয়া হবে। এজন্য তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, তরুণরা শুধু চাকরি খুঁজবে না, বরং চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
সমাবেশে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, নির্বাচন সামনে রেখে তাদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তাঁর দাবি, যাঁদের জনগণের ওপর আস্থা নেই, তাঁরাই নির্বাচনের হিসাবনিকাশ করে নানা সংশয় ছড়াচ্ছেন। তিনি বলেন, সন্ত্রাস, সেন্টার দখল বা গুন্ডামির মাধ্যমে ক্ষমতায় ফেরার দিন শেষ হয়ে গেছে।
বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত— একদিকে বাহাত্তরের ধারার অনুসারীরা, অন্যদিকে ২০২৪ সালের পরিবর্তনের পক্ষে থাকা শক্তি। তিনি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।
এ ছাড়া খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ডেভেলপমেন্ট পার্টিসহ বিভিন্ন ইসলামী ও জাতীয় দলের নেতারা সমাবেশে বক্তব্য দেন। সমাবেশস্থলে দুপুর গড়ানোর সাথে সাথে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা সরব হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.