হবিগঞ্জ জেলা প্রতিনিধি
নতুন চ্যালেঞ্জ সামনে। শুভাকাঙ্খি, শুভানুধ্যায়ি সবার দোয়া এবং সহযোগিতা চাই। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করবেন শুভাকাঙ্খিদের কাছে এটা প্রত্যাশা করি।
আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।
জুলাই বিপ্লবের আকাঙ্খা বাস্তবনে নতুন বাংলাদেশ গড়া এবং মাধবপুর-চুনারুঘাটের আধুনিকায়নই হবে আমার মূল লক্ষ্য। দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে হবে আমার লড়াই। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য।
বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নিজে থেকে শুরু করবো। আল্লাহ যদি কামিয়াব করেন, সংসদ সদস্যদের জন্য সাধারণ সাধারণ নাগরিকদের যে বৈষম্য আইন করে তৈরি করা হয়েছে, প্রথমেই সে গুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আহ্বান জানাবো।
এর অংশ হিসেবে আমি নিজে সাধারণ নাগরিকের সাথে বৈষম্যমূলক সুযোগ যেমন-
(১)বিনা শুল্কে গাড়ি (শুল্ক হচ্ছে রাষ্ট্রের পাওনা, মানে ২০ কোটি মানুষে হক্ব) নিব না। প্রয়োজনে আমি এখন যেভাবে সাধারণ চলাফেরা করি, রিক্সা, সিএনপি চালিত বেবি, অটো রিক্সা, এসবেই চলবো।
(২) সাধারণ নাগরিক যাদের অনেকেই ভূমিহীন। তাদের ভোটে সংসদ সদস্য হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রীয় জমি ঢাকায় বরাদ্দ দেওয়া হয়। আমি মনে করি এটা সাধারণ নাগরিক তথা ভূমিহীনদের সাথে মশকরা করা। তাদের ভোটে এমপি হয়। অথচ, তাদের কোন খবর নাই, এমপি সাহেব অগ্রাধিকার ভিত্তিতে জমি বরাদ্দ পান। আমি ওয়াদা করছি এরকম বৈষম্যমূলক জমি বরাদ্দ আমি চাইবো না।
(৩) সংসদ সদস্য হিসাবে এলাকার জন্য যত বরাদ্ধ থাকবে সব প্রকাশ করা হবে। এ গুলো একটি নোটিশবোর্ডে টাঙ্গিয়ে রাখা হবে। যাতে সবাই দেখতে পারেন বরাদ্দ কি এসেছে। এ গুলো সবাইকে নিয়ে যথাযথ ব্যবহারের জন্য স্থানীয় পরামর্শ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.