গিয়াস উদ্দিন মিয়া , গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে মাসে এক লাখ টাকা ভাড়ায় পুরো হাসপাতাল লিজ নিয়ে একজন ভূয়া চিকিৎসক দিয়ে দীর্ঘদিন ধরে জটিল অস্ত্রোপচার করানোর অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনের অভিযানে সোমবার (১ ডিসেম্বর) রাতে সুন্দরদী নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল থেকে ভূয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদ (৪৫) কে আটক করা হয়। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে।
ফিরোজ গত তিন মাস ধরে হাসপাতালটি লিজ নিয়ে ‘ডা. আমিরুল ইসলাম’ পরিচয়ে রোগী দেখাসহ বিভিন্ন সার্জারি করে আসছিলেন। তার ব্যবহার করা বিএমডিসি নম্বরটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তিনি কোনো মেডিকেল কলেজ থেকে পাস করেননি এ তথ্য নিশ্চিত হওয়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
অভিযানের তথ্য নিশ্চিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, 'গৌরনদীর স্বাস্থ্যসেবা নিয়ে নানা অভিযোগ আসায় আমরা নজরদারিতে ছিলাম। সেই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন ও মডেল থানা পুলিশের সহযোগিতায় এই হাসপাতালে অভিযান চালাই। সেখানে একজন ভূয়া চিকিৎসককে জটিল সার্জারি করতে দেখে আমরা হতবাক হই।'
তিনি আরও বলেন, 'এই ঘটনার অপরাধ খুবই গুরুতর। এজন্য তাকে মোবাইল কোর্টে দণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।'
এ বিষয়ে কয়েকজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'একজন অচেনা মানুষকে ডিগ্রি যাচাই না করেই পুরো হাসপাতাল চালাতে দেওয়া খুব বড় অবহেলা এবং অপরাধকে সহযোগিতা করার সামিল।'
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক শংকর কুমার দাস বাদি হয়ে মামলাদার করেছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।'
এদিকে গত তিন মাসে ভুয়া চিকিৎসক ফিরোজ যে সব অপারেশন করেছেন, তাদের তালিকা তৈরি করে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। কারণ ভূয়া চিকিৎসকের হাতে অস্ত্রোপচার হওয়া রোগীরা এখন গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.