সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বিএনপি চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল করেছে বাগেরহাট জেলা যুবদল।
মঙ্গলবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, পৌর বিএনপি নেতা হিরক মিনা, যুবদলের নেতা এস এম রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বাগেরহাটের বিভিন্ন এতিমখানায় জানের সাদকা হিসেবে ছাগল প্রদান কার্যক্রম শুরু করেন।
দুপুরে খানজাহান আলী মাজার সংলগ্ন এতিমখানায় ছাগল প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারন সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

