সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল অ্যান্ড কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল নয়টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও শিক্ষাবিদ মোখলেছুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন। তারা নিজেদের সন্তানদের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত শিক্ষকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সেনিয়া আক্তার, মুনজুয়ারা খাতুন ও লাইলি খাতুন।
ইংরেজি শিক্ষক নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ পারুল খাতুন, সহকারী শিক্ষক জয়নুল আবেদীন, জাহাঙ্গীর আলম, আব্দুল আজীজ প্রমুখ।
এসময় কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ পরিচালনা কমিটির সদস্য ও কর্তব্যরত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.