লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে উদ্যোক্তা ও ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ব্র্যাক এসডিপি ট্রেনিং রুমে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (প্রমিজ) এই কর্মশালার আয়োজন করে।
এতে প্রমিজের জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান মোল্লার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রজিমিজের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার বাওয়ালি।
এসময় প্রজিমিজের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার বাওয়ালি বলেন, উদ্যোক্তারা যেন তাদের ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনে ব্র্যাকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা গ্রহণ করেন এবং লোন অবশ্যই ব্যবসার স্বার্থে ব্যবহার করেন। দীর্ঘমেয়াদে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্র্যাক সবসময় পাশে থাকবে।
এছাড়া প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অফিসার মোছাঃ সালমা, জিয়াউল হক, এনআরবিসি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আশা, বুরো বাংলাদেশ, জাগরণী চক্র ফাউন্ডেশন, সেতুর শাখা ম্যানেজাররাসহ উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.