Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি 
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ৮ দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর ।

আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদউক্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীগণের ডোপটেস্ট অত্যন্ত জরুরি যাহা আগামী ৯ ও ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে নিষ্পন্ন করতে হবে। এমতাবস্থায়, উক্ত ডোপটেন্ট সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কে দ্বায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হয়।

নির্বাচন কেনো পিছানো হয়েছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার আনিসুর রহমান  বলেন, ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে তফসিল অনুযায়ী ডোপ টেস্ট সম্পন্ন হয়নি। ডোপ টেস্ট না হওয়ার কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা যায়নি। এজন্য, সকল কাজ সম্পন্ন করে জকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য ৩০ ডিসেম্বর নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।