রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাহিত্য-সংস্কৃতিতে ভরপুর এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন হলো দুটি নতুন কাব্যগ্রন্থ— “বিষন্ন সূর্যের দেশে” এবং “নিঃশব্দের জন্মদিন”। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও পাঠকদের উপস্থিতিতে মিলনায়তন ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রেজভী জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট দেবাহুতি চক্রবর্তী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি সালাম তাসির ও সৈয়দ সিদ্দিকুর রহমান। বক্তারা বলেন, নতুন কাব্যগ্রন্থ দুইটি সমকালীন সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ লেখকদের পথচলায় অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মুক্ত আনন্দ পরিবার, রাজবাড়ী সাহিত্য পরিষদ, লেখক পাঠক কেন্দ্র, দোলনচাঁপা সঙ্গীতাঙ্গন, টইটই প্রকাশনীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সঙ্গীত, আবৃত্তি ও কবিতাপাঠে মিলনায়তন ভরে ওঠে সুর-ছন্দে। বিশেষ করে অদ্রিকা পাল, ঐশীসহ অন্যান্য শিল্পীর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। কবিতাপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের মিলনমেলায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
লেখক তাঁর বক্তব্যে অতিথি, সংগঠক, শিল্পী, সাংবাদিক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দিনটি আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত। আপনাদের ভালোবাসা আমার লেখার প্রেরণা।”
সাহিত্যানুরাগীদের প্রাণবন্ত উপস্থিতি ও শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে স্থান করে নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.