Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে বেশি দামে সার বিক্রয়, ডিলারের বিরুদ্ধে অভিযোগ

Link Copied!

মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলায় ৬ টি ইউনিয়নে বি সি আই সি ডিলার ৬ জন, বি এ ডি সি ডিলার ৬ জন এবং খুচরা বিক্রেতা ডিলার ৪১ জন।

এর মধ্যে গাজিপুর ইউনিয়নের পাচহাট বাজারের মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ ও চৌধুরী এন্টারপ্রাইজ এর নামে বেশি দামে সার বিক্রয় সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসারের নিকট ০৫/১২/২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পাচহাট এলাকা বাসীর পক্ষে লিখিত ভাবে অভিযোগ দায়ের করছেন মোঃ হাবিবুর রহমান।

অভিযোগে বলা হয় তারা প্রতি বস্তা সারে ২০০ থেকে ৩০০/- টাকা দাম বেশি মূল্যে সার বিক্রি করে এলাকার কৃষকদেরকে হয়রানি করিতেছে।

এ বিষয়ে চৌধুরী এন্টারপ্রাইজ এর মালিক মোঃ আলীজাহান এর সাথে কথা হলে তিনি বলেন, এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন আমি সরকারি বিধি মোতাবেক সার ক্রয়বিক্রয় করিতেছি।

উপজেলার বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন বলেন, এ বিষয়ে আমি শুনেছি, বিষয়টি তদন্ত করে দেখব। যদি বেশি দামে বিক্রি করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন অভিযোগের পূর্বেই আমি মৌখিকভাবে বিষয়টি শুনেছি এবং সরজমিনে তদন্ত করে দেখেছি তারা নেত্রকোণা হতে সার আনতে বেশি খরচ হয় বিধায় কিছু টাকা বেশি নিয়েছে। তাদেরকে বেশি টাকা নিতে নিষেধ করা হয়েছে। পুনরায় যদি তারা বেশি দামে সার বিক্রয় করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, এবং তাদের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, আমার অফিসে বেশি দামে সার বিক্রয় করা হয় মর্মে অভিযোগ জমা হয়েছে, কৃষি অফিসারের মাধ্যমে আমি তদন্ত করে, যদি সত্যতার প্রমাণ পাই তাহলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।