মো. শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি
১১ দিন বন্ধ থাকার পর সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চারটি আবাসিক হল পুনরায় খুলে দেওয়া হয়েছে।
গত ৫ ডিসেম্বর থেকে শহীদ আজিজ হল, সৈয়দ নজরুল ইসলাম হল, জি.এম.এ.জি ওসমানী হল এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেন।
গত ২১ নভেম্বর ঢাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প এবং পরদিন ৩.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ অবস্থায় ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হল বন্ধের দাবি জানানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং হল খালি রাখার নির্দেশ দেয়।
বন্ধ থাকা সময়ে হলগুলোর ঝুঁকিপূর্ণ ও ত্রুটিপূর্ণ অংশ মেরামতের পাশাপাশি ভবনগুলোর নিরাপত্তা পুনরায় পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ৫ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হলে ফেরার অনুমতি দেওয়া হয়। বন্ধ শেষে ৭ ডিসেম্বর থেকে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
হলে ফেরত শহীদ আজিজ হলের এক শিক্ষার্থী জানান, দীর্ঘ ভ্রমণের পর অসুস্থ হয়ে পড়ায় শুরু হওয়া পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সমস্যা হচ্ছে। ওসমানী হলের আরেক শিক্ষার্থী বলেন, ভূমিকম্পের সময় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পেরেছেন এবং বর্তমানে হলে ফিরতে পেরে স্বস্তি লাগছে।
হল প্রশাসন জানায়, ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা বিষয়ক আরও বিস্তৃত পরিদর্শন চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে সহকারী প্রভোস্ট ও হাউস টিউটরদের নিয়ে একটি কাউন্সেলিং টিম গঠন করা হয়েছে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়। প্রশাসন আরও জানায়, ভূমিকম্পের মতো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.