সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া নেতা ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকেল ৫টায় কাজিপুর উপজেলা চৌরাস্তায় চার ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম মাস্টার।
সংবর্ধনার জবাবে সেলিম রেজা বলেন, “কাজিপুরবাসীর দোয়া ও ভালোবাসা, এবং দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পুরষ্কার হিসেবেই দল আমাকে এমপি পদে মনোনয়ন দিয়েছে। এজন্য বিএনপির হাই কমান্ডসহ এই আসনের আপামর জনগণকে ধন্যবাদ জানাই।”
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “আমার সঙ্গে জেলায় ছিলেন নাজমুল হাসান তালুকদার রানা ও দেশের খ্যাতিমান শিল্পী কনকচাঁপা। কিন্তু সবকিছু বিবেচনায় দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখন আর কোনো বিভেদ নেই—সবাই একসঙ্গে নির্বাচনের মাঠে কাজ করবো। তবেই ৫৪ বছরের কাজিপুরের ইতিহাস পরিবর্তন করা সম্ভব।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বিজয় নিশ্চিত করতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ধানের শীষের পক্ষে ভোট চাইতে মাঠে নেমে পড়ুন।”
অনুষ্ঠানে বক্তব্য দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের পক্ষ থেকে ফুল দিয়ে সেলিম রেজাকে বরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.