শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন সফল জননী এলনিস ম্রং, অদম্য নারী সুবেদা বেগম,সাবেক জয়ীতা ও অদম্য নারী সুচনা রায়, অদম্য নারী খুশি বেগম, তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, প্রেসক্লাব শ্রীবরদী'র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ইসলামি আন্দোলন শ্রীবরদী উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম। আলোচনা শেষে ৪ জন অদম্য নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.