Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন ড. কেরামত আলী

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“চলো আমাদের এলাকা আমরাই পরিচ্ছন্ন রাখি” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিচালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন ও ধাইনগর ইউনিয়ন জামায়াতের সার্বিক সহযোগিতায় নাককাটিতোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয় ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী ।

উদ্বোধনকালে তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ । এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সুস্বাস্থ্য রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । তবে পরিচ্ছন্নতা কোন নির্দিষ্ট ব্যক্তি চাইলেই হবে না, এটি বাস্তবায়নে সকলের সচেতনতা ও প্রচেষ্টা একান্ত প্রয়োজন ।

রাস্তা-ঘাট, বাজার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সকল জায়গায় পরিচ্ছন্নতার বিষয়ে নজর রাখা উচিত । এসময় যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি তা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় অপসারণ করার বিষয়েও সকলের সুদৃষ্টি কামনা করেন ড. কেরামত আলী ।

শিবগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বলেন, ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে শিবগঞ্জকে পরিকল্পিতভাবে আধুনিক ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ ।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদ আনসারী, ধাইনগর ইউনিয়ন আমীর মোজতাহিদ ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শাহাদাত হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।