পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সাইফুল ইসলাম (৫৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়–ঢাকা মহাসড়কের ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রিনা দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম স্ত্রীকে মোটরসাইকেলে করে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের ১৮ বিজিবি ব্যাটালিয়ন অংশে থাকা একটি অবৈধ স্পিড ব্রেকারে ধাক্কা লাগলে তারা মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক রিনা আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত সড়ক অবরোধ করে অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবি জানান। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.