Nabadhara
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে স্টিলনৌকা দুর্ঘটনায় মাঝির মৃত্যু

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী ( নেত্রকোনা) প্রতিনিধি

বালু পরিবহণ বাহী ষ্টীলের নৌকায় পা পিছলে খালিয়াজুরীতে মাঝির মৃত্যু ইঞ্জিনের উপর পড়ে গিয়ে হানিফ সরদার (৫৭) নামের এক মাঝির মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থেকে সুনামগঞ্জ জেলার তাহেরপুর যাওয়ার পথে খালিয়াজুরী রসুলপুর ঘাটের উত্তর পাশে ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

তার সঙ্গে ছিল মেয়ের দিকে নাতি ১০ বছরের কামরুল নামের একটি ছেলে । স্থানীয়রা জানান,এই ছেলের চিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখি ইঞ্জিনের সাথে লেগে হানিফ সরদারের শরীর থেঁতলে গিয়েছে।

তাহেরপুর পাঠান পাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে হানিফ সরদার দীর্ঘদিন যাবৎ মাল পরিবহন বাহী ষ্টীলে নৌকা পরিচালনা করতেন ।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলার লেপশিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জগৎজ্যেতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার আত্মীয়দের নিকট বুঝিয়ে দেওয়া হবে।

থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, নিজ নৌকায় পা পিছলে গিয়ে ইঞ্জিনের উপর পড়ে মারা যান হানিফ সরদার । খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ারসার্ভিসের লোকজন এসে ইঞ্জিনের ভিতর থেকে শরীর কেটে মরদেহ বাহির করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।