Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিমান বাহিনীর নবীন বিমানসেনাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন এবং কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বিমান বাহিনী প্রধান নবীন বিমানসেনাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, অকৃত্রিম দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ বছর মোট ৪৪১ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে এসি-২ মো. ওমর ইবনে নোমান শিক্ষা প্রশিক্ষণ ও সার্বিক পারফরম্যান্সে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। এসি-২ রেদোয়ান আহম্মেদ জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি এবং আরটিএস-এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. খায়রুল বাসার, পিএসসি প্রধান অতিথিকে স্বাগত জানান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, স্থানীয় সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ সমাপ্তকারী রিক্রুটদের অভিভাবকরা। সমাপনী কুচকাওয়াজে নবীন বিমানসেনাদের শৃঙ্খলা, দক্ষতা ও দেশ রক্ষায় অঙ্গীকারের প্রকাশ ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।