যশোর প্রতিনিধি
শিক্ষার্থী ভর্তি এবং এসএসসি পরীক্ষার ফলাফলে দীর্ঘদিন ধরে নীতিমালা পূরণ করতে না পারায় যশোর শিক্ষা বোর্ডের অধীনস্থ ৭০টি বিদ্যালয়কে শোকজ করা হয়েছে। একাডেমিক স্বীকৃতি নবায়নের জন্য আবেদন করলে এসব বিদ্যালয়ের তথ্য যাচাই করেই শোকজ নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন।
বোর্ড সূত্র জানায়, কোনো বিদ্যালয়কে একাডেমিক স্বীকৃতি প্রদানের জন্য জেলা সদর ও শহরে ন্যূনতম ৪০ জন শিক্ষার্থী ভর্তি এবং এসএসসি পরীক্ষায় কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। কিন্তু গত তিন বছরে শর্ত পূরণ না করায় ৭০টি বিদ্যালয় শোকজের তালিকায় ওঠে এসেছে।
শোকজ পাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে একটি হলো খুলনার সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ১০ শিক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেছে মাত্র ৫ জন। শোকজ নোটিশ পাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবাবের সঙ্গে অঙ্গীকারনামা জমা দিলে শর্ত সাপেক্ষে স্বীকৃতি নবায়ন করা হয়েছে।
উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন জানান, এখন প্রধান শিক্ষকরা অনলাইনে একাডেমিক স্বীকৃতি নবায়নের আবেদন করছেন। আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যালয়ের গত তিন বছরের ভর্তি ও পরীক্ষার তথ্য পর্যালোচনা করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি বা এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে, তাদের শোকজ করা হচ্ছে। পরে শোকজের জবাব ও অঙ্গীকারনামা গ্রহণযোগ্য হলে স্বীকৃতি নবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, শোকজ ও স্বীকৃতি নবায়নের এই কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.