যশোর প্রতিনিধি
ডিজিটাল লটারির মাধ্যমে যশোরের তিন সরকারি বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নির্ধারিত ৫৭৩ আসনের বিপরীতে নির্বাচিত হয়েছে ৫৭১ শিক্ষার্থী। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। ভর্তির জন্য নির্ধারিত বিদ্যালয়গুলো হলো—যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।
স্কুল সূত্র জানায়, অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। তিন বিদ্যালয়ের মোট ৫৭৩ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৯ হাজার ৫৪২টি। এর মধ্যে—যশোর জিলা স্কুলে ৩য় শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ২১৭ আসনের বিপরীতে আবেদন পড়ে ৩ হাজার ৭০টি। লটারি অনুযায়ী ভর্তির সুযোগ পেয়েছে ২১৫ শিক্ষার্থী।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৪ আসনের বিপরীতে আবেদন পড়ে ৩ হাজার ২২০টি। নির্বাচিত হয়েছে ২১৪ ছাত্রী।
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৩য়, ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণিতে ১৪২ আসনের বিপরীতে আবেদন পড়ে ৩ হাজার ২৫২টি। ভর্তির সুযোগ পেয়েছে ১৪২ শিক্ষার্থী।
ডিজিটাল লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে ভর্তির এই কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.