মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব (স্বারক রেজি নং-২৬৯)-এর ২০২৫-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে (সেন্ট্রাল রোড, সোনালী ব্যাংক প্রধান শাখার বিপরীতে, ৩য় তলা) আয়োজিত সাধারণ সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদ।
কমিটির অন্য পদে যারা আছেন: সহ-সভাপতি: এড. স্বপন কুমার দেব (দৈনিক আলোকিত বাংলাদেশ), জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), পিন্টু দেবনাথ (দৈনিক আমার বার্তা/এনটিভি-ইউরোপ-কমলগঞ্জ),যুগ্ম সাধারণ সম্পাদক: সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র-রাজনগর), সহ-সাধারণ সম্পাদক: রিপন আহমদ (দৈনিক ভোরের সময়) ,দপ্তর সম্পাদক: মঈনুল হক (সংবাদ সারাদেশ) ,সাংগঠনিক সম্পাদক: আব্দুল বাছিত খাঁন (দৈনিক খবরপত্র/প্রতিদিনের কাগজ) ,অর্থ সম্পাদক: আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক: জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া),সহ-প্রচার সম্পাদক: মো. ইমরান হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন),কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন চিনু রঞ্জন তালুকদার, মোনায়েম খান, তিমির বণিক, জালালুর রহমান, পলাশ দেব নাথ, বিজয় শাহ, মনিরুজ্জামান মনির, এনামুল হক আলম, শায়েক আহমদ, বিকাশ দাশ, এম.এ ওয়াহিদ রুলু, জ্যোতির্ময় চক্রবর্তী, মো. মোস্তফা বখস, ছাদিকুর রহমান (সাব্বির) ও স্বরণ সিং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি এড. স্বপন কুমার দেব। সভা শেষে নবনির্বাচিত সভাপতি খালেদ চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি অনলাইন গণমাধ্যমের মানোন্নয়ন ও সাধ্যক্ষ মৌলভীবাজারের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

