নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী অঞ্চলের ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা শনিবার (১৩ ডিসেম্বর) সদর উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-১) আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মো. আরিফ। নরসিংদী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ভূপতি রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় অঞ্চলের সব শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, “১০ শতাংশ মেধা ও ৯০ শতাংশ পরিশ্রমের সমন্বয়েই সাফল্য অর্জিত হয়।” তিনি ব্যাংককে আরও লাভজনক পর্যায়ে উন্নীত করতে পুরোনো ঋণ আদায় জোরদার এবং নিম্ন সুদবাহী আমানত সংগ্রহে অধিক মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
বিশেষ অতিথি গোলাম মো. আরিফ খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপের আহ্বান জানান। তিনি প্রতিটি শাখাকে লাভজনক অবস্থানে উন্নীত করতে কার্যকর কৌশল ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতি ভূপতি রঞ্জন দাস প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্যের আলোকে নরসিংদী অঞ্চলের সকল শাখার জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাটি সফলভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক সোহেল ইমাম মামুন।
সভায় ব্যাংকের অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নরসিংদী অঞ্চলের ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সমন্বিত উদ্যোগে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.