নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মঞ্জু তার বোনের বাড়িতে অসুস্থ ভাগনিকে দেখে নিজ বাড়িতে ফেরার পথে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজার সামনে পূর্ব শত্রুতার জেরে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা এবং স্থানীয় বাসিন্দা মো. হাসান, মো. আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিনসহ আরও অনেকে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

